“”তোমায় নিয়ে ভাবি””
লেখিকাঃ ফারিহা তাবাসসুম
রাত হয়েছে নিঝুম,
তবুও চোখে আসছেনা ঘুম।
তোমার মাঝে এত মায়া,
শুধু যে আমায় টানে।
চোখ বন্ধ করলে দেখি তোমায়,
আছো বুকের মাঝ খানে।
তুমি যে আমার হৃদয় মাঝে,
থাকবে সারাক্ষনে৷
সাজিয়েছি তোমার ছবি,
রজনী গন্ধা ফুলে।
তুমি কি বন্ধু রাগ করেছো
গোলাপ দেইনি বলে..?
তুমি তো বন্ধু আমার কাছে
গোলাপের চেয়েও দামি।
তাই তো আমি তোমায় নিয়ে
ভাবি সারাক্ষণী।
৪ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে