মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুর থেকে সিয়াম নামে দুই বছর বয়সী এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে তার পরিবারের লোকজন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর (দরবেশ নগর) গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া সিয়াম বাহুবল থানার মিরপুর ইউনিয়নের বুগলী গ্রামের দুবাই প্রবাসি বিল্লাল হোসেন এর তৃতীয় সন্তান।
শিশু সিয়ামের নানা রুহুল আমিন জানান, শুক্রবার বিকেলে পরিবারের সকল সদস্যরা ঘুমে ছিলেন। হঠাৎ করে শিশু সিয়ামের বড় বোন রামিসা (৭) চিৎকার করতে বলতে থাকা সিয়াম পুকুরে ভেসে ওঠছে। তখন আমরা দ্রুত গিয়ে বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সিয়ামকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সনি কুমার সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।
১ ঘন্টা ৩২ মিনিট আগে
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে