বিশ্ব মুসলিম ঐক্য গড়
ঈমাণী চেতনায় অস্ত্র ধরো
ফিলিস্তিন স্বাধীন করো।
চোখের পানি মুছতে হবে
সিজদাবনত কাঁদতে হবে
প্রতিরোধ করতে হবে
দ্বীনের মশাল জ্বালতে হবে।
বায়তুল আকসা প্রথম কিবলা
মোদের পবিত্র স্থান নিতে হবে
ইহুদীবাদকে রুখতে হবে।
হযরত ওমর রাঃ এর অভিযানে
বায়তুল আকসা ছিল মুসলমানের
সেই স্থানে আসবেন ঈসা আঃ
তাই জীবন বাজী ধরতে হবে।
ছোট্ট শিশুর আহাজারি
আজ পৃথিবীর আকাশ ভারী
তবু কেন রইলি বসে
ঈমানটাকি মরে গেছে??
মুসলিম হয়ে কেমন করে
অবহেলায় রইল পড়ে
মরলে শহীদ বাঁচলে গাজী
সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসুরী।
না পাই যদি ও যাইতে সেথা
প্রতিবাদ করো মুখের ভাষা
উচ্চারণে মিডিয়াতে দাও শান
নিজ ঈমানটাতে।
নিজ মসজিদের মিম্বার হতে
ঈমান জাগাও দ্বীনের তরে
প্রতিবাদ জানাও বিশ্বটাতে
ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে।
১ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৪ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
১৬ দিন ৭ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে