আশাশুনি উপজেলার কুল্যা ও দরগাহপুর ইউনিয়নের দুটি বাজারে
খাদ্য দ্রব্যের মান নিয়ন্ত্রনে পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে
বাজার দুটির বিভিন্ন দোকান পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য দপ্তরের
কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী
ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য (দায়িত্বপ্রাপ্ত) পরিদর্শক জি এম গোলাম মোস্তফা
উপজেলার দুটি বাজারের ১৩টি দোকান পরিদর্শন করেন। কুল্যার মহিষাডাঙ্গা বাজার
ও দরগাহপুরের খরিয়াটি বাজারের বিভিন্ন মুদি ও মিষ্টির দোকান পরিদর্শনকালে
তিনি মালামালের গুণগত মান, বিক্রয়ের মেয়াদসহ সামগ্রিক অবস্থা সম্পর্কে কোজ
খবর নেন। এসময় তিনি মালামালের মেয়াদ উত্তীর্ণের সাথে সাথে পৃথক স্থানে
সংরক্ষণ করে দ্রুত কোম্পানীর কাছে ফেরত দেওয়ার নির্দেশনা প্রদান করেন।