পুলিশের বেরিকেট ভেঙে যমুনার উদ্দেশে জবি শিক্ষক-শিক্ষার্থীরা জবি শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচি সকাল ১১ টায় ববি ভিসি প্রো-ভিসি ট্রেজারারকে পদ থেকে অব্যাহতি মোংলা বন্দরে ৫ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধে উৎপাদন ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা লালপুরে বিএডিসির সেচ প্রকল্পে ভাগ্য খুলেছে কৃষকের।। ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শুধু পাঠদান নয়, তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে--এ্যাডঃ আসলাম মিয়া ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষাথীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে লিমন-সৌরভ সাতক্ষীরায় মান্দারবাড়িয়া চরে বিএসএফ কর্তৃক পুশ ইন ৭৮ জন, উদ্ধার স্বজনদের কাছে হস্তান্তর জবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ নোয়াখালীতে ১৩ মামলার আসামি যুবলীগ কর্মিকে পিটিয়ে হত্যা, আটক ২ অসচ্ছল শিক্ষার্থীর পাশে জাবি ছাত্রদল নেতা হিরন বুধবার চট্টগ্রাম আসছেন প্রধান উপদেষ্টা সুন্দরবনের চরে পুশইন ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, তিনজন কারাগারে ১১ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু: বালতির পানিতে পড়ে প্রাণ গেল মরিয়মের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,চাঁদপুর ১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৩ হেভিওয়েট প্রার্থী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চাঁদপুর১ (কচুয়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ হেভিওয়েট প্রার্থী। তারা হচ্ছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ গোলাম হোসেন।

১৮ ই নভেম্বর শনিবার তারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।বর্তমান সাংসদ ড.মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর -১ কচুয়া আসনে ২০১৮ সালে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে কচুয়াতে ব্যাপক উন্নয়ন করেন ।

ফলে সমগ্র কচুয়ার জনগনের কাছে তিনি আধুনিক কচুয়ার রুপকার হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি কচুয়ায় একটি প্রথম শ্রেণির পৌরসভা প্রতিষ্ঠা করে পৌরবাসীর জন্য গ্যাস সংযোগ দিয়েছেন। কচুয়ার ২শত ৪৩টি গ্রাম থেকে উপজেলায় আসা যাওয়ার পাকা সড়ক করে দিয়েছেন। আজকের কচুয়ায় সকল উন্নয়ন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির মাধ্যমেই হয়েছে।সাধারন জনগনের প্রত্যাশা এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়ে কচুয়াকে স্মার্ট কচুয়ায় রুপান্তরিত করবেন। তিনি দলের দু:সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন  করেন। 

ড.মহীউদ্দীন খান আলমগীর জনতার মঞ্চের মাধ্যমে ৯৬ সালে  বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি পার্বত্য শান্তি চুক্তির প্রবক্তা। তাছাড়া তিনি ৯৬ সালে  পরিকল্পনা,বিমান ও পর্যটন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে  বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদও কচুয়ায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয় আছেন। এছাড়াও আরেক মনোনয়ন প্রার্থী আলহাজ্ব মোঃ গোলাম হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন। জনপ্রিয়তার দিক দিয়ে তিনিও কম নয়। ৩ হেভিওয়েট প্রার্থীই দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করেন। নেতাকর্মীদের নিয়ে নিজেদের মতো করে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড প্রান্তীক জনগনের নিকট তুলে ধরে নৌকার বিজয়ের জন্য কাজ করছেন।

তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ আমজনতারা এখন ভাবছেন কে হবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের নৌকার মাঝি। এসব নিয়েও চলছে এখন সকলের মাঝে জল্পনা কল্পনা। ৩ প্রার্থী ই আশাবাদী তারা নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন। এখন দেখার পালা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাকে যোগ্য মনে করেন এবং কার হাতে নৌকা প্রতীক তুলে দেন।

কচুয়ায় ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ৩ লক্ষ ২৫হাজার ৭শত ৬৯,পুরুষ ১,৬৯,৩৩১,মহিলা ১,৫৬,৪২৭জন।

Tag
আরও খবর