ঈদের পর শনিবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী ফিলিস্তিনের রাফায় হামলা বন্ধের নির্দেশ আন্তর্জাতিক আদালতের ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সদস্য তারবিয়্যাত অনুষ্ঠান। বাবার লাশের একটা টুকরো হলেও ছুঁয়ে দেখতে চাই: ডরিন শেরপুরে বাজুসের আয়োজনে স্বর্ণ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় তানোরে গোপনে বিদ্যুৎ অফিস কে না জানিয়ে মিটার স্থানান্তর থানায় মামলা ঐতিহ্যবাহী শুকতাইল স্কুলের জৌলুস হারিয়ে; ফেরার অপেক্ষা মার্কিন সম্পদ বাজেয়াপ্তের ফরমানে স্বাক্ষর পুতিনের রাজনীতিতে আসার ইঙ্গিত দিরেন আজিমকন্যা ডরিন মানুষের ভালোবাসা আর আস্থায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম সোহাগ রূপগঞ্জে চুক্তি ভঙ্গ করে পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়ত দখলে নেওয়ার পাঁয়তারার অভিযোগ এমপি আনার হত্যা মামলায় তিন আসামি ৮ দিনের রিমান্ডে কয়রায় সাংবাদিকদের সাথে এমপি রশীদুজ্জামানের মতবিনিময় বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত আওয়ামী লীগ অপরাধীকে প্রটেকশন দেয় না: কাদের অভয়নগরে মাদকসেবী যুবকের জেল জরিমানা অসুস্থ বীর মুক্তিযোদ্ধার খবর নিতে হাসপাতালে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন কুতুবদিয়ায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত এসএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে

কুলিয়ারচরে ৩০৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক-২, ট্রলার জব্দ

ছবি: জব্দকৃত ভারতীয় চিনি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিনব কায়দায় সরকারী শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৩০৫ বস্তা চিনিসহ সুমন মিয়া (৩০) ও নূরুল হক (৪৫) নামে ২ ব্যক্তিকে  আটক করেছে পুলিশ।

এসময় চিনি বহনকারী ইঞ্জিন চালিত একটি ট্রলারসহ ট্রলারে থাকা ১২০ বস্তা ধানের তুষ জব্দ করে।

 শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর নামাপাড়া মকবুল চেয়ারম্যানের বাড়ীর পাশে ব্রহ্মপুত্র নদের ঘাটে ভারতীয় চিনি আনলোড করার সময় ৩০৫ বস্তা ভারতীয় চিনি, ১২০ বস্তা ধানের তুষ ও একটি ট্রলার জব্দ করে চিনির মালিক সুমন মিয়াকে আটক করে।

আটককৃত সুমন মিয়া কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। সে স্থানীয় ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আজিজ উল্ল্যাহ'র খুবই কাছের মানুষ হওয়ায় তার ছত্রছায়ায় অবৈধভাবে চোরাই পথে ভারতীয় চিনি এনে বিক্রি করে আসছে বলে যানা যায়।

আটককৃত ট্রলারের মাঝি নূরুল হক সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে। তিনি বলেন, কালাম নামে এক ব্যক্তি তাদের ট্রলারটি ৪০ হাজার টাকায় ভাড়া করে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে এসব মালামাল কুলিয়ারচরের ফরিদপুর আনেন।

কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রহ্মপুত্র নদী পথে আনা ফরিদপুর নামক স্থানে অবৈধ মালামাল আনলোড করার খবর পেয়ে শুক্রবার সকাল ১১ টার দিকে একটি ট্রলার তল্লাশি করে দেখা যায়, অভিনব কৌশলে ট্রলারের নীচের অংশে ভারতীয় চিনি ও উপরের অংশে ধানের তুষ রাখা আছে। ১২০ বস্তা ধানের তুষ সরিয়ে ভারতীয় ৩০৫ বস্তা চিনি পাওয়া যায়।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লূৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ পথে আনা ৩০৫ বস্তা চিনি, ১২০ বস্তা ধানের তুষ ও একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ২ জনকে আটক করা হয়েছে। এঘটনায় থানার এসআই দেব দুলাল বাদী হয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।

আরও খবর