বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

আশাশুনি সাতক্ষীরা সড়কে ইজিবাইক আটক রাখায় প্রাণ গেলো এক নবজাতকের।

আশাশুনি সাতক্ষীরা সড়কে  ইজিবাইক আটক রাখায় প্রাণ গেলো এক নবজাতকের।আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার মাদ্রাসা মোড় ও একই সড়কের ছাত্তারের মিল সংলগ্ন স্থানে দাঁড়ানো আলোচিত সমালোচিত ও সর্বস্তরের মানুষের কাছে ঘৃণিত লাল বাহিনীর দ্বারা ইজি বাইক আটক করা হয়।আটক করে সড়কে দাঁড়িয়ে তিন চাকার থ্রিহুলার (ইজিবাইক,মহেন্দ্র, গ্রাম বাংলা) যাত্রীবাহী যানবাহনের চালকদের কাছে চাঁদাবাজিই এ লাল বাহিনীর প্রধান কাজ। তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেলে দীর্ঘ সময় ধরে যাত্রীসহ ইজিবাইক আটক রাখা, গায়ের জোরে সড়কে চলাচল করতে না দিয়ে যাত্রীদের গন্তব্যের বিপরীতে ফেরত পাঠান লাল বাহিনীর সদস্যরা। আর তাদের এমন প্রকাশ্য চাঁদাবাজির কারণে সময় মত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে না পেরে চিকিৎসার অভাবে প্রাণ গেল এক নবজাতকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ছাত্তারের মিল সংলগ্ন স্থানে সঙ্গবদ্ধ লাল বাহিনীর হাতে। নিহত নবজাতকের পিতার নাম বিকাশ চন্দ্র সানা। তিনি আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের অভিমন্যু সানার ছেলে। নবজাতকের পিতা বিকাশ চন্দ্র সানা এ প্রতিবেদককে জানান তার নবজাতক শিশু সন্তানটি ঠান্ডা জনিত নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার জন্য বাড়ি থেকে ইজিবাইক যোগে রওনা হয়েছিলেন। ঘটনার সময় ছাত্তারের মিল সংলগ্ন স্থানে পৌঁছানো মাত্রই তাদের ইজিবাইক আটক করে লাল বাহিনীর সদস্যবৃন্দ। তাদের দাবিকৃত মোটা অংকের চাঁদার টাকা না দিলে যাত্রী বহনকারী ইজিবাইক সামনের দিকে অগ্রসর হতে পারবে না বলে জানিয়ে দেন লাল বাহিনীর সদস্যরা। উপায় না পেয়ে উল্টো পথ পাড়ি দিয়ে ফিংড়ী বাজার হয়ে মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিতে হয় তাদের। নবজাতকের মা বন্ধনা রানী সানা কান্না বিজড়িত কন্ঠে এ প্রতিবেদককে বলেন ওই ঘৃণিত লাল বাহিনীর কারণে আজ আমার কোল খালি হলো। তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন বাংলাদেশে আমাদের কোন বিচার নেই। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে বাঁচতে দিল না ঐ লাল বাহিনী। আগামীতে ভিটা বাড়ি বিক্রি করে হয়তো ভারতে চলে যেতে হবে তাদের। ডুকরে ডুকরে কেঁদে তার নবজাতক সন্তানের মৃত্যুর দায়ে আশাশুনি সাতক্ষীরা সড়কের লাল বাহিনীকে কঠিন থেকে কঠোর শাস্তির জোর দাবি জানান অসহায় মা বন্ধনা রানী সানা।স্থানীয় ইজিবাইক চালকরা বলেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও ধুলিহর ইউপি চেয়ারম্যান  ছত্র ছায়ায় দিনভর সড়কের চাঁদাবাজি করে লাল বাহিনীর সদস্যরা। সচেতন মহলের কোন ব্যক্তি প্রতিবাদ করলেই সড়কের উপর প্রকাশ্যেই শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় প্রতিবাদকারীকে। লাল বাহিনীর সদস্যবৃন্দ স্থানীয় ইউপি চেয়ারম্যানের পুষ্য পুত্র হওয়ায় তাদের দৌরাত্ব দিন দিন বেড়েই চলেছে। সাতক্ষীরা জেলা শহরের সাথে মফস্বল এলাকার সাধারণ মানুষের নিরবিচ্ছিন্ন যোগাযোগ অটুট রাখতে সড়কের উপর থেকে লাল বাহিনীর নামক চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনীকে উচ্ছেদ করতে জেলা পুলিশ সুপারসহ সাতক্ষীরা ২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের জনগণ।

Tag
আরও খবর