মাঘের হাড়কাঁপানো ঠাণ্ডায় অসহায় শীতার্ত মানুষের মাঝে নীলফামারীর ডোমারে পুলিশের উদ্যোগে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে বুধবার (৩১শে জানুয়ারী) বিকালে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সহযোগিতায় ও নীলফামারী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ দূতাবাসের চীন ফ্রেন্ডশিপ সেন্টারের কালচারাল কাউন্সিলর লিউন ইউ, জেনারেল সেক্রেটারী এইচ এম জাহাঙ্গীর আলম রানা, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন—ডোমার থানার এসআই রেজানুর রহমান।
পরে, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য অতিথিরা অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়ার মাধ্যমে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
৪৯ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ৫২ মিনিট আগে