আশাশুনি টু ঘোলা ত্রিমোহনী ভায়া শ্রীউলা সড়কের ঘোলা অংশের
সংস্কার কাজ শেষ হয়েছে। রবিবার সমাপনী দিনে কাজ পরিদর্শন করেন শ্রীউলা ইউপি
চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দিপু।
সড়কের
মাড়িয়ালা মোড় থেকে ঘোলা ত্রিমোহনী পর্যন্ত ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত
সংস্কার করারর জন্য এমপি ডাঃ আ ফ ম রুহুল হক সাতক্ষীরা সড়ক বিভাগকে
নির্দেশনা প্রদান করেন। এমপির নির্দেশনা আমলে নিয়ে সড়ক বিভাগ সড়কের
ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কার কাজে হাত দেন। দ্রুত সময়ে কাজ শেষ হওয়ায় এলাকার
মানুষের ভোগান্তির অবসান ঘটলো। ইউপি চেয়ানম্যান সড়কের কাজ দেখতে গেলে
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ দেখেন ও দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
তিনি ইউপি চেয়ানম্যান দিপুকে দ্রুত তার ককাছ থেকে ডিও লেটার নিয়ে
সংস্কারকৃত রাস্তাটি কার্পেটিং এর জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করার নির্দেশনা
প্রদান করেন। চেয়ারম্যান দিপু এমপি মহোদয়কে ভূয়সী প্রশংসা করে বলেন,
সাতক্ষীরার উন্নয়নের রুপকার ডাঃ রুহুল হক এমপি স্যারের সহযোগিতায় আমরা
শ্রীউলা ইউনিয়নকে উন্নয়নের শিখরে উন্নীত করতে চাই। তিনি বলেন, সাতক্ষীরা টু
ঘোলা সড়কের ৪২ কিঃমিঃ এর কার্পেটিং কাজের জন্য ওয়ার্ক অর্ডার হয়েছিল।
কিন্তু ঘোলা অংশের কাজ আম্ফান এর তান্ডবের কারনে করা সম্ভব হয়নি। সড়কটি
এতটাই নাজুক হয়ে পড়েছিল যে, যানবাহন চলাচল বন্ধ কিংবা যা দু একটা চলাচল
করতো তা দুর্ঘটনা কবলিত হতো বা দুর্ঘটনার শঙ্কা মাথায় রোখে চলাচল করতো।
এসময় ইউপি সদস্য আবু হাসান, মাস্টার পলাশ, যুবলীগ নেতা তৌষিকে কাইফু প্রমুখ চেয়ানম্যানের সাথে ছিলেন।