নীলফামারীর ডোমার উপজেলার ‘মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠ’ এর এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ই ফেব্রুয়ারী) বেলা ১২টায় উপজেলার মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এতে সভাপতিত্ব করেন—মটুকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম।
মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার মোঃ হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, সমাজসেবক আব্দুর রাজ্জাক, মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠের সভাপতি মোছাঃ মুসলিমা সুলতানা প্রমুখ।
শিক্ষার্থীদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন অতিথিরা। পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।
৫১ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ ঘন্টা ৫৩ মিনিট আগে