আমার স্বাদ জেগেছে বড়
মরনকালে তোমার হাঁসি দেখবো
তুমি এসো আমার মরনকালে
একবুক হাঁসি নিয়ে...।
না চোখের কোনে
অশ্রু রেখোনা কিন্তুু
আমার যে দাফন হবেনা তবে...।
না তোমার সেই মুচকি
হাঁসিটাও সেদিন দেখবোনা
সেদিন আমি তোমার
অট্টহাঁসি দেখতে চাই...।
আকাশ কাঁপিয়ে
তীব্রস্বরে হাঁসি দিও সেদিন
এক মগজহীন পাগলের
মৃত্যু হয়েছে হাঁসি মুখে
জানিয়ে দিও পৃথিবীকে
এ যে আমার অন্তিম ইচ্ছা...।
১ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৬ দিন ২২ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে