নীলফামারীর ডোমারে ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা ক্রিকেট লীগ-২০২৪ (সিজন-৭), পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ৫ উইকেটের জয় পেয়েছে ডিমলা রাইডার্স।
আজ মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ৩টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘দুঃখ চাষা’-এর আয়োজনে অনুষ্ঠিত ডিসিএল-০৭ এর ১০ম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—ডিমলা রাইডার্স বনাম মেসার্স বাদল স্টোর।
টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামে মেসার্স বাদল স্টোর। লিটন ও মানিকের ওপেনিং জুটিতে ম্যাচে মজবুতভাবে রান গড়তে সামর্থ্য হয় তারা। তবে ডিমলার বোলারদের দাপটে বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলেন তারা। প্রথম ইনিংস শেষে ১৬.০ ওভারে ৭ উইকেট হারিয়ে মেসার্স বাদল স্টোর সংগ্রহ করে ১৫৯ রান।
১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে টার্গেট পূরণে এগিয়ে যায় ডিমলা রাইডার্স। বাঁহাতি ব্যাটসম্যান খালিদের ৩৬ বলে ৬২ রান ও ডানহাতি ব্যাটসম্যান সাদিকুলের ২৪ বলে ৩৬ রানে ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ডিমলা। অবশেষে ১৫.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে জয় তুলে নেয় তারা।
আয়োজকেরা জানান, আগামীকাল বুধবার (২৮শে ফেব্রুয়ারী) টুর্নামেন্টের ১১তম ম্যাচ ও তৃতীয় কোয়ার্টার ফাইনালে একই ভেন্যুতে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—দেবীডুবা প্রধানপাড়া ক্রিকেট একাদশ বনাম সোনাহার ক্রিকেট একাদশ।
৩০ মিনিট আগে
১ ঘন্টা ৫ মিনিট আগে
১ ঘন্টা ২০ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৮ মিনিট আগে