ভোলা থেকে ঢাকার উদ্দ্যেশো ছেড়ে আসেন ভোলা ইলিশা টু ঢাকা রুটের লঞ্চ এমভি কর্নফুলি ৩। চাঁদপুরের মাঝির চরে এসে লঞ্চটিতে ইন্জিন রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে করে ৭ জন যাত্রি আহত হন৷ যাত্রিদের তৎক্ষনাৎ চরে নামিয়ে দিলে পরবর্তীতে তাদের অন্য দুটি লঞ্চ এ করে ঢাকার উদ্দেশ্য পাঠানো হয়।
যাত্রিরা জানান এই লঞ্চের ঈদের আগ থেকেই ইন্জিনের ত্রুটি দেখা গিয়েছিলো। লঞ্চ কতৃপক্ষ লঞ্চের ইন্জিনের সমস্যা সমাধান না করেই এ যাবৎ সার্ভিস দিয়ে এসেছিলো। এভাবেই নানা অনিয়ম দূর্নীতিতে চলছে ব্রাদার্স নেভিগেশনের সকল লঞ্চগুলো। যাত্রীদের দাবি এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।
১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ ঘন্টা ২১ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ০ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে