চোখের কোনে পানি জমেছে দুঃখে কষ্টে তা-মুছার চেষ্টা,
হাসপাতালের বেডে শুয়ে আছি নেই কোন ভাই বোন,
মা-ও নেই পাশে।
কন্যা আমার পাশে শুয়ে কাঁদতেছে
স্যালাইন চলছে হাতে,
ছেলেটা দৌড়াদৌড়ি করছে
এরুম ওরুম হারানোর ভয় পাই
এদিকে মেয়েটা বারবার কাশে !
বর গেছে ঔষধ আনতে
ডাক্তার যে লিখে দিলো,
চিন্তা করছে কি করি একা
কেউ নেই সেখানে,
আপনজনদের সঙ্গে ও কথা বলে
লাভ নেই তাতে।
তারা এমনই মানুষ
চোখে দেখেতে রাজি নয়,
বিপদে পড়লে তো কথাই নাই
দূর থেকে আরো দূর হয়,
ইচ্ছে করেই এমন করে
সম্পর্ক বাঁচেনা যাতে।
৪ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ২৬ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৬ দিন ৩১ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে