সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের পর্ব চাঁদপুর ভূঁইয়া বাড়ির সালাউদ্দিন ভূঁইয়া পেশায় একজন বিআরটি কর্মকর্তা সে কত ৩ বছর ধরে পার্শ্ববর্তী ইউনিয়ের খায়রুন নাহার পিতা মিন্টু নামক একটি মেয়েকে তার ছেলের বৌ করার মিথ্যা আশ্বাস ও জাল কাগজপএ তৈরি করে অবৈধ ভাবে তার বাড়িতে আটকে রেখেছে।যা অসামাজিক ও অমানবিক!!মেয়েটির অভিভাবকগন বহুবার সালাউদ্দিনের কাছে গেলেও সে বিষয়টি সমাধান না করে,উল্টো তাদের হুমকি ধমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।ঘটনার সাথে তার মেয়ে মুন্নি ও মেয়ের জামাই জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে!!এই ছাড়া তার ছেলে টাউট সবুজ(এলাকার পরিচিত নাম)দেশে থাকা অবস্থায় পাশের ইউনিয়নের নজরপুর গ্রামের তানিয়া নামের এক গরিব স্কুল ছাএীকে প্রেমের ফাঁদে পেলে ধর্ষণ করে।ধর্ষণে তানিয়ার একটি সন্তান জর্ম্ম নিলেও সে আজও তার বাবার পরিচয় পায়নি। এই বিষয় তানিয়া জানায় সে তার সন্তানের পরিচয় ও স্ত্রীর অধিকার আদায়ে টাউট সবুজের পিতা সালাউদ্দিনের বাড়িতে বহুবার গিয়েছে। কিন্তু সালাউদ্দিন তাকে হুমকি ধমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় পরবর্তীতে সে নিতে না চাইলেও এলাকার কিছু সন্ত্রাসীর সহায়তায় তাকে কিছু টাকা হাতে ধরিয়ে দেওয়া হয়।এই ঘটনায় টাউট সবুজ বর্তমানে ৫বছর ধরে আফ্রিকাতে পলাতক রয়েছে।তানিয়া তার অধিকার ও সন্তানের পরিচয় চায়!! জানা গেছে তানিয়া ধর্ষণের দোষ ডাকতে মুলতো আরেক মেয়েকে তার ঘরে আটক করে নজরবন্দী করে রেখেছে।এই ছাড়াও জেলা বিআরটি অফিসে দুর্নীতি,ঘুষ,এলাকায় সালিশি,দালালি সহ ভদ্রতার আড়ালে নানা অকর্ম করার অভিযোগ পাওয়া গেছে।ভোক্তভুগি ও এলাকাবাসীর দাবি সঠিক তদন্তের মাধ্যে আইনের আওতায় এনে এদের বিচার জেনো সুনিশ্চিত করা হয়।
৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ ঘন্টা ১২ মিনিট আগে
৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১০ ঘন্টা ৩০ মিনিট আগে