লাখাইয়ে সামিউল ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
লাখাইয়ের সামিউল ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
লাখাইয়ের ৬নং বুল্লা ইউ পির ৯নং ওয়ার্ডের পশ্চিম বুল্লার মোঃ মন্নর আলী ও মোছাঃ শুকুরা আক্তার এর প্রথম পুত্র সামিউল আহমেদ অনিক বুল্লাবাজারে অবস্থিত হযরত শাহ বায়েজিদ (রহঃ) ইসলামী একাডেমী থেকে বাংলাদেশ কিন্ডার কৃর্তক আয়োজিত ২০২৪ সালের মেধা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সে হযরত শাহ বায়েজিদ (রহঃ) ইসলামী একাডেমীর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সামিউল আহমেদ অনিক বলে, আমার এ কৃতিত্বের জন্য আমার শ্রদ্ধেয় বাবা মা ও সকল শিক্ষকদের প্রতি চির কৃতজ্ঞ।
আমি সকলের নিকট দোয়া প্রার্থী।
আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাকে আলোকিত মানুষ করে বাবা মায়ের সুনাম বয়ে আনতে পারি,
আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।