গুমোট ঢাকার আকাশ, ২১ জেলায় ঝড়-বৃষ্টির আভাস সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল এনসিপি মধুপুরে বিধবা নারীকে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন ধানেশীষের প্রত্যাশী কর্ণেল আজাদ মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক ডাবলু, সদস্য সচিব শিহাব সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে নোয়াখালীর জেলাপরিষদ চেয়ারম্যান পিন্টুর বাড়িতে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, যা মানব দেহের জন্য ক্ষতিকারক। স্নেহের তৃষ্ণা রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশ ঘিরে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা উলিপুরে ২০ মামলার মাদক কারবারি আটক ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবার পেল নতুন ঘর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইবি শিবিরের মিষ্টি বিতরণ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ

আদালতের নির্দেশ অমান্য করে ভূমি দূস্য সন্ত্রাসী গং জোর পূর্বক জমি দখলের চেষ্টা



অতিব দুঃখের সাথে আপনাদের সামনে এক নিদারুণ পিড়াদায়ক ঘটনা উপস্থাপন করছি।হৃদয় দিয়ে অন্ত চক্ষু দিয়ে বিশ্লেষণ পূর্বক দূর অভিসন্ধি ভূমিদস্যু সন্ত্রাসী আশুরাগং গত ১/১২/২৪ তারিখে সাতক্ষীরা জেলার দেবাহাটা সহকারী জজ আরিফুল ইসলাম সকল কাগজপত্র দেখে এবং বিবাদীদের ৫ তারিখ সময় দিয়ার পর কোন কাগজপত্র দেখাতে পারিনি, তাই কোট আনোয়ার হোসেনের পক্ষে আদেশ দেন এবং জমির উপর নিষেধাজ্ঞা দেন উক্ত আদেশের কপি থানায় জমা দেওয়ার পর আসামিরা আনোয়ার হোসেনের ঘেরা বেড়া নেট পাটা তুলে নিয়ে তারা নিজেরা ঘেরা বেড়া দেন। তারপর উক্ত বিষয় পুলিশ সুপার সাতক্ষীরা কে বললে তিনি ব্যবস্থা নেন এবং ঘেরা বেড়া তুলে দেন পুলিশের সামনে আনোয়ার কে হত্যার হুমকি দেন আশুরা গং, কিন্তু তারপর পুলিশ যেতে যেতে তারা আবারও ঘেরা বেড়া দেয়। বিষয়টা আবার ওসিকে জানানো হলে তিনি নানান ব্যস্ততা দেখান এবং কিছুক্ষণ পর যে বিবাদীদের দ্বারা প্রবাহিত হয়ে এসআই তাজুল ইসলাম আনোয়ারের বাড়িতে যেয়ে তাকে হুমকি ধামকি দেন, তাহলে আমাদের প্রশ্ন কোট এবং থানা পুলিশ না মানার কারনে তাদের বিরুদ্ধে পুলিশ কি আইনগত ব্যবস্থা গ্রহণ করছে? সেটা দেখার বিষয়। উক্ত আসামিদের বিরুদ্ধে আনোয়ারের বাড়িতে হামলা, তাকে তার স্ত্রী মেয়ে তার বৃদ্ধ পিতা-মাতা সহ সকলকে মারধোর করে তার দুটি পঙ্গু প্রতিবন্ধী বোনকে গালিগালাজ করে।তাদের বিরুদ্ধে সাতক্ষীরা কোটে একাধিক মামলা চলমান রয়েছে এ বিষয়ে এ ব্যাপারে ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান আমি মাননীয় সেনাপ্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডিআইজি খুলনা ও পুলিশ সুপার, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার সাতক্ষীরা কাছে অভিযোগ দায়ের করেছি, সকল কাগজপত্র দিয়ে। তিনি সাংবাদিকদের এবং সেনাবাহিনী পুলিশ প্রশাসনকে বলেন সমাজের অন্তনীহিত অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে। যুগে যুগে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মানুষ। সেই মানুষের অধিকার প্রতিষ্ঠার নিদর্শনের অস্ত্র আপনাদের হাতে। কলম সাংবাদিকদের কলম দিয়ে লিখনীর মাধ্যমে প্রশাসনের সহযোগিতার মাধ্যমে। তখন হয়ে ওঠে সত্যের প্রতিষ্ঠা, ধর্মের বিজয়, অধর্মের পরাজয়। আমি ভাবছি আমার সামনে একটা পথ ১) অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা। ২) দেশ ত্যাগ করা। ৩) নতুবা আত্মহত্যা করা। শুনলে অবাক হবেন আমার বাবা ৮৫ বছর বয়স আর এক বৃদ্ধ চাচা ৭০ আমার নামে মামলা করা হয়েছে কোটে কোট তদন্ত পিপিআই সাতক্ষীরা কে দিলে সেটা সম্পূন মিথ্যা প্রমানিত হয়েছে।আমি আইন ও বিচারের প্রতি শ্রদ্ধাশীল। বিচার চাওয়া কি অপরাধ? আমি সরকার সহ সেনাবাহিনীর প্রধানসহ সকল পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Tag
আরও খবর