নেতানিয়াহুকে বন্দি করতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান লেবু পাতার যত গুণ দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম কেঁপে উঠল যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী? শার্শায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালন ইসলামপুর থানায় বেড়েছে দালাল, ২ দালালকে থানায় প্রবেশ না করতে ওসির হুঁশিয়ারি বর্ষবরণ | বিথী রহমান তাঁরা সবাই আজ মারা গেছে | মোঃ মাজিদুর রহমান শাহীন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদী প্রবণতা যেন ফিরে না আসে’ পলাশে নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো খুবিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ন স্বপ্ন থেমে গেল,কুবির তিন্নি আর নেই দেশে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে : হাফিজুর রহমান বগুড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন আলোচনা-ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে: মির্জা ফখরুল কুবির বৈশাখী মেলায় ১০ টাকায় মেয়েদের মন

সাংবাদিক মঞ্জুরুল হক স্মরণ সভায় বক্তারা গণতন্ত্রের পক্ষে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে

রাষ্ট্রে গণমাধ্যমই জবাবদিহিতা তৈরি করে। আলো ছড়ায় সমাজে। গণতন্ত্রের পক্ষে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। পেশার মর্যাদা রক্ষা করা করা উচিৎ সাংবাদিকদের’- রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সহঃ সভাপতি মঞ্জুরুল হকের ৩১তম মতৃ্যুবার্ষিকী স্মরণে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।


রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার।


এ সময় অন্যান্যের মাঝে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


সভায় বক্তারা বলেন, মঞ্জুরুল হক একটি নাম, একটি ইতিহাস। রাজশাহীতে তার মত কোনো সাংবাদিক আজও জন্মেনি। বঙ্গবন্ধু তাকে ভালভাবে চিনতেন। তার লক্ষ্য ছিল তরুণদের সাংবাদিকতা শেখানো। মফস্বলের সাংবাদিকদের দাবী আদায়ে সবসময় সোচ্চার ছিলেন তিনি। শুধু শিক্ষা দিয়েই গেছেন মঞ্জুরুল হক। আজীবন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এমন সাংবাদিক আর পাওয়া যাবে না। তারা বলেন, কপি-পেস্ট সাংবাদিকতা পরিহার করে শেখার আগ্রহ তৈরি হতে হবে। প্রতিনিয়ত শিখতে হবে তরুণ সাংবাদিকদের। পেশার মর্যাদা রক্ষা করে জনগণের অধিকারের পক্ষে সাংবাদিকদের লেখালেখি করা উচিৎ।


এদিন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব সাজেদুর হক টিটু, সদস্য মো.  মাজেদুর, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, আরিফুল ইসলাম আরিফ, ফারজানা হক, সালাউদ্দিন আহমেদ সোহাগ, সাহিদ সনু রাহাত মাসুদ,কাওসার আহমেদ ডন, মৌসুমী আক্তার, নাহিদ, হাফিজ, সোহেল রানা, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম ইয়াসমিন আরা হক, মো. সাইদ ইকবাল,আকবর হোসেন প্রমুখ।

আরও খবর





deshchitro-67fd1bfe33520-140425083022.webp
কটিয়াদীতে নববর্ষ উদযাপন

১৫ ঘন্টা ৮ মিনিট আগে