বগুড়ার আদমদীঘিতে শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমুকে দিনের বেলা ছুরিকাঘাতে হত্যার চেষ্টা ঘটনার ১৪ দিন অতিবাহিত হলেও আসামীরা অধরা রয়েছে। আসামীরা মাঝে মধ্যে রাতে এলাকায় ঘোরা ফেরা করলেও পুলিশের তৎপরতা না থাকায় গ্রেফতার হচ্ছেনা বলে মামলার বাদিনী ইয়াসমিন আক্তার ঝুমা অভিযোগ করেছেন।
জানা গেছে, আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামের ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম আমুর সাথে একই গ্রামের আজিজ সরদারের জমি কেনাকাটা নিয়ে বিরোধের জেরে গত রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১২টায় শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমু বাড়ি থেকে ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় একটি চা-য়ের দোকানে যাবার সময় আসামী একই গ্রামের আজিজ সরদার ও দুলাল সরদার এর সাথে আমিনুল ইসলাম আমুর বাকবিতন্ডার এক পর্যায়ে তারা শ্রমিকলীগ নেতা আমিনুল ইসলাম আমুর পেটসহ শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনায় গত ৩ জুলাই আহত শ্রমিকলীগ নেতার স্ত্রী ইয়াসমিন আক্তার ঝুমা বাদি হয়ে একই গ্রামের সোলাইমান সরদারের ছেলে আজিজ সরদার (৩৫) ও একই গ্রামে সোলাইমান আলীর ছেলে দুলাল সরদার (৩২) কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার ১৪ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছেনা বলে বাদিনীর অভিযোগ। মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক তারেক হোসেন জানায়, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তারা আত্মগোপনে থাকায় গ্রেফতারে বিলম্ব হচ্ছে।
২২ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে