লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক ইসলামপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক নদীতে জেলের জালে ধরা পড়ল কাছিম সাংবাদিকের ওপর হামলা বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে: জয়পুরহাটে মাওলানা রফিকুল ইসলাম খান "নলছিটি পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ" কুবি'র 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু পীরগাছায় বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন!! সভাপতি মুফতি আশরাফুল, সম্পাদক আবু শাহমা ও সাংগঠনিক আব্দুল আহাদ সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শ্রীমঙ্গলে 'কিডস ইংলিশ জোন' এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তজুমদ্দিনে ফিলিস্তিনের পক্ষে গণজোয়ার। জয়পুরহাটে মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট বিতরণ ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে

কর্মস্থলে উপস্থিত না হয়ে ধর্মমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষক


নিজ নিজ কর্মস্থলে উপস্থিত না হয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দুই শতাধিকের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকেরা কর্মস্থলে পাঠদান কার্যক্রম বন্ধ রেখে ধর্মমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার কথা অকপটে স্বীকার করেছেনও। তাঁদের দাবি, ধর্মমন্ত্রী এলাকার কৃতী সন্তান। সেকারণে সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের যোগ দেওয়া দোষের কিছু নয়। তবে, উপজেলা প্রশাসনের দাবি, কর্মস্থলে উপস্থিত না হয়ে বিশেষ কোনো ব্যক্তির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করা শিক্ষকদের সমীচীন নয়। 


গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এর আগে সকাল থেকেই  জেলা শহরস্থ দলীয় কার্যালয় এলাকায় হাজারো মোটরসাইকেল বহরে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। ঢাকা থেকে রওনা দিয়ে দুপুরে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল জেলা শহরে পৌঁছামাত্র হাজার হাজার নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দেন। বিকেলে সংবর্ধনা দেওয়া হয় ধর্মমন্ত্রীকে।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ্য থেকে ধর্মমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়াও ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শহরে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা গেটও নির্মাণ করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সভারচর মহাবিদ্যালয়, আহম্মেদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়, পোড়ারচর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, লক্ষ্মীপুর হাজি ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়, কুলকান্দী শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়,

মুন্নিয়া উচ্চ বিদ্যালয়, বেলগাছা উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল অ্যাড বিএম কলেজ, গাইবান্ধা সাজেদা-মাহমুদ উচ্চ বিদ্যালয়, পচাবহলা জয়তুন্ননেছা উচ্চ বিদ্যালয়, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়, বেশকটি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দুই শতাধিক শিক্ষক কর্মস্থলে পাঠাদান কার্যক্রম না চালিয়ে ধর্মমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।


আহম্মেদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. শাহ নেওয়াজ সাজু বলেন, 'আমাদের বিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষক ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জেলা শহরে গিয়েছিলাম। অন্য শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চালানো হয়েছে। এটা তো দোষের কিছু দেখছি না।'


সভারচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ রুহুল আমীন বলেন, 'ধর্মমন্ত্রীকে শিক্ষকেরা সংর্বধনা দিতেই পারেন। আমরা মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানিয়েছি। ক্লাস নিয়েই আমরা সংর্বধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম।'


পোড়ারচর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ অধ্যক্ষ আজাদ বারী বলেন, 'সংবর্ধনা জানাতে আমরা জেলা শহরে ধর্মমন্ত্রীকে প্রথম রিসিভ করি। পরে বিকেলে তাঁকে সংর্বধনা দেওয়া হয়। তবে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়নি।'


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, 'পাঠদান কার্যক্রম বন্ধ রেখে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকেরা যোগ দিয়েছেন কি না, সেটা আমি অবগত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।'


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'কর্মস্থলে অনুপস্থিত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের বিষয়টি আমার জানা নেই। পাঠদান ব্যতিরেখে অন্য কোনো অনুষ্ঠানে যোগদান করা শিক্ষকদের সমীচীন নয়।'






আরও খবর






ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক

৮ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে