অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কে ভূসি বোঝাই ট্রাক উল্টে খাদে পড়েছে। খানা খন্দে ভরা অভিশপ্ত এ মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও রেহায় নেই এই অঞ্চলের লাখ লাখ মানুষের।
যশোরের অভয়নগরে যশোর-খুলনা মহাসড়কে রোবরার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মহাকাল মহিলা মাদরাসার সামনে ভূসি বোঝাই ট্রাক উল্টে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, নওয়াপাড়া বাজার থেকে ছেড়ে আসা ভূসি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৬৬৪০) যশোরের উদ্দেশ্যে রওনা হয়। পথে মহাকাল মাদরাসার সামনে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
স্থানীয় এলাকাবাসী জানায়, চেঙ্গুটিয়া এলাকায় সড়কের কাজ চলছে, রাস্তার পাশ দিয়ে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা না রাখায় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী।
ট্রাক চালক হোসেন আলী বলেন, অন্য একটি গাড়িকে সাইড দিতে গেলে বাম চাকা মাটিতে নামিয়ে দেই। মাটি সরে যাওয়ার কারণে বাম পাশে কাত হয়ে খাদে ট্রাকটি উল্টে যায়।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায় , খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাস্তা উচুনিচু হওয়ার কারণে ট্রাকটি উল্টে খাদে পড়েছে বলে ধারনা করা হচ্ছে । তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে