দেশকে সুন্দর রাখতে । দেশ থেকে খারাপ কাজগুলো বিতাড়িত করার লক্ষ্যে। অসহায় গরিব দুঃখী মানুষের উপকারার্থে -
যশোরের অভয়নগরে ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন করা হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার দুপুরে অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভালো কাজে খাবার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করেন নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পীরজাদা শাহ্ রফিকুজ্জামান, পীরজাদা শাহ্ মকিদ জিলানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, সাংবাদিক কামাল হোসেন, উসমান ও আওয়ামী লীগ নেতা আজিম শেখ সহ আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ। ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, আজ থেকে অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে গরীব অসহায় অনাহারীদের মাঝে আমরা ফ্রি খাবার বিতরণ করবো, আজ উদ্বোধন হল, আজ গরীব ভিক্ষুদের মধ্যে ৫০ জনকে খাবার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে সপ্তাহে দুইদিন এই খাবার ফ্রি বিতরণ করা হবে। এই ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় কারা আছে জানতে চাইলে তারা জানান, আমাদের এই সংগঠনের পরিচালনায় কেউ নেই, আমরা ক’জন অভয়নগর-যশোর অর্থাৎ সবাই এই সংগঠনের পরিচালক যার খুশি সে এই সংগঠনে আসতে পারে। এই উদ্যোগকে অভয়নগরের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। অনেক গরিব দুঃখী খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন। এমন সহযোগিতা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার জন্য দোয়া করেন। এমন আয়োজনে খুবই উৎফুল্লবোধ করেন তারা।
২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে