লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচন ভোট গ্রহন শুরু হয়েছে। ব্যালটের মাধ্যমে ( ৫ নভেম্বর) রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।সকাল থেকে দু'একটি কেন্দ্র বাদে বাকি সব কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম, যা চোখে পড়ার মতো না। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন প্রার্থী এবং প্রশাসনের ব্যক্তিবর্গরা৷ সকাল ৯ টায় শহরের গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তা।
এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সকল ধরনের প্রস্তুতির রয়েছেন। নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি প্রভাবমুক্ত রাখতে বিভিন্ন দলের প্রতি অনুরোধ জানিয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষায় নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহবান জানান তবে ভোটারদের উপস্থিতি নেই বলেই চলে। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,
উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশানাল পিপলস পার্টির সেলিম মাহামুদ আম প্রতীক নিয়ে লড়ছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারিত না হলেও ৪৫ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে বলে জানা যায়।নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে ।জেলা পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ২৩টি মোবাইল টিম, ৭টি স্ট্রাইকিং ফোর্স, ৪টি স্ট্যান্ড বাই টিম কাজ করবে। এছাড়া র্যাবের ৭টি পেট্রোল টিম, ৬ প্লাটুন বিজিবি ও ১৪০০ আনসার সদস্য কাজ করবে।
প্রসঙ্গত : গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
১৮ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
২০ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
২০ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
২১ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩০ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৪ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
৪৪ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে