লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রী-ছেলে ও মেয়েকে আটকে রেখে পেট্টোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয় কামাল হোসেন নামে এক অটোরিকশা চালক। এতে সেদিনই তার ৭ বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার ও ৩ বছর বয়সী ছেলে আবদুর রহমান দগ্ধ হয়ে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী সুমাইয়া আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও ৪ দিন পর ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সুমাইয়া বেগমেরও মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেম তার ননদ শিউলী আক্তার।
গত মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বশিকপুর গ্রামের পুরান চতইল্লার বাড়িতে ঘটনাটি ঘটে। আটক কামাল একই বাড়ির আমিন উল্ল্যাহর ছেলে ও পেশায় অটোরিকশা চালক।
স্থানীয় বাসিন্দরা জানায়, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছে। মাদক সেবন নিয়ে স্ত্রী সুমাইয়ার সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। ঘটনার সময় তারা (স্থানীয়রা) শোর-চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভায়। এর আগেই কামালের মেয়ে আয়েশা আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হয় তার স্ত্রী সুমাইয়া ও ছেলে আব্দুর রহমান। কামাল ঘরে স্ত্রী-সন্তানকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে আগুনে দগ্ধ হত। এরমধ্যে তার মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। দগ্ধ অবস্থায় স্ত্রী ও ছেলেটিকে প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটিও মারা গেছে। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার সময় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সুমাইয়াও মৃত্যু বরন করেন।
পোদ্দার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ঘটনার দুইদিন পর ৩০ নভেম্বর সুমাইয়ার বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে তার মেয়ে জামাতা কামাল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইজনের নামে হত্যা মামলা করেছেন। ওই মামলায় কামাল এখন কারাগারে আছে।
১৮ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
২০ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
২০ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
২১ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩০ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৪ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
৪৪ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে