জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক ইসলামপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারী আটক নদীতে জেলের জালে ধরা পড়ল কাছিম সাংবাদিকের ওপর হামলা বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে: জয়পুরহাটে মাওলানা রফিকুল ইসলাম খান "নলছিটি পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ" কুবি'র 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু পীরগাছায় বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন!! সভাপতি মুফতি আশরাফুল, সম্পাদক আবু শাহমা ও সাংগঠনিক আব্দুল আহাদ সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শ্রীমঙ্গলে 'কিডস ইংলিশ জোন' এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তজুমদ্দিনে ফিলিস্তিনের পক্ষে গণজোয়ার। জয়পুরহাটে মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট বিতরণ ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭

পাটখড়ির হাট দেওয়ানগঞ্জ বাজার, পাটখড়ি বিক্রি করে লাভবান বিক্রেতা



রান্নার জন্য গৃহিণীদের কাছে পাটখড়ির বেশ কদর।জ্বালানি হিসাবে পাটখড়ির চাহিদা থাকায় প্রতিদিন দুরদুরান্ত থেকে পাটখড়ি কিনতে দেওয়ানগঞ্জ বাজারে আসছেন ক্রেতা।জ্বালানি ছাড়াও পানের বরজে বাঁশের শলার বিকল্প হিসেবে পাটখড়ি ব্যবহার হয়ে থাকে।তাই পানের বরজের জন্যও  পাটখড়ি কিনতে দুরদুরান্ত থেকে আসেন পান চাষীরা।


প্রতিমন পাটখড়ি বিক্রি হচ্ছে ৭শত থেকে ৮ শত  টাকা দরে।প্রতিটি ছোট আটি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। ১০ আটির প্রতিটি বোঝা বিক্রি হচ্ছে ৫ থেকে ৭শত টাকায়।গৃহস্থের চাহিদা অনুযায়ী বিক্রেতারা বিক্রি  করছেন পাটখড়ি। দাম ও চাহিদা বেশী থাকায় লাভবান হচ্ছেন তারা।


ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজারে বসেছে এই পাটখড়ির হাট।প্রতিদিন বিকালে বসে এই   হাট। আর তাই প্রতিদিন এই বাজার থেকে পাটখড়ি কিনছেন গৃহস্থরা। চাহিদা বেশি থাকায় আগের তুলনায় পাটখড়ির দামও বেড়ে গেছে।হাতের কাছে পাটখড়ি পেয়ে খুশি ক্রেতারাও। 


প্রত্যন্ত চরাঞ্চলে উৎপাদিত পাটখড়ি দেওয়ানগঞ্জ বাজারে কৃষকরা নিয়ে আসেন বিক্রির জন্য।পাটখড়ি বিক্রি হচ্ছে ভালো,ভীড় বাড়ছে ক্রেতাদের। দাম বেশী পেয়ে খুশী বিক্রেতা। পাটখড়ি বিক্রি করে লাভবান তারা। হাতের কাছে পাটখড়ি পেয়ে খুশী ক্রেতারা। প্রতিদিন বিকালে বসে পাটখড়ির এই বাজার। ২০ থেকে ২৫ হাজার টাকার পাটখড়ি বিক্রি হয় প্রতিদিন।


সরেজমিন দেখা গেছে,স্থানীয়  দেওয়ানগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে পাটখড়ি।মধ্যবাজারে বিশাল জায়গা জুড়ে পাটখড়ির ছোট-বড় আটি।প্রতিদিন ২৫ থেকে ৩০ জন বিক্রেতা পাটখড়ি নিয়ে আসেন বাজারে।চাহিদা বেশি থাকায় আগের তুলনায় পাটখড়ির দামও বেড়ে গেছে। প্রতিদিন পাটখড়ি ক্রয় করতে ট্রলি ও ভ্যান  নিয়ে দুর-দুরান্ত থেকে আসছেন লোকজন। 


উপজেলার খারুয়া,মহেষকুড়া,বিরাশী  নরেন্দ্রপুর, হাটশিরা,কুর্শা,কাকুরিয়া,কয়ারপুর,রাজাপুর,বেলতৈলসহ আশেপাশের লোকজন আসছেন পাটখড়ি ক্রয় করতে।


বিরাশী গ্রামের আঃ বারেক,তাহের উদ্দিন, আঃ হান্নান,হাটশিরা গ্রামের শাহজাহান, আঃ খালেক এসেছেন স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি ক্রয় করতে।কথা হয় তাদের সাথে।তারা জানান, প্রতিদিন দেওয়ানগঞ্জ বাজারে  পাটখড়ি বিক্রি হয়।তাই কিনতে এসেছেন।  


হাটশিরা গ্রামের শাহজাহান বলেন,আমি প্রতিদিন দেওয়ানগঞ্জ বাজারে পাটখড়ি আনি বেচার জন্য।প্রতিটি ছোট আটি বেঁচি ৩৫-৪০ টাকায়।১০ আটির বোঝা বেঁচি ৫ থেকে ৬ শত টাকা।


বিরাশী গ্রামের আঃ বারেক বলেন, শোলার (পাটখড়ি)দাম বেশী। তাই শোলা বেঁচতাছি।মোটামুটি ভালা দামে বেঁচি।প্রতিদিন ৫ -৬ শত টেহার শোলা বেঁচতারি।লাভের টেহায় সংসারও চলে ভালা। ছয় মাসের জন্য এ ব্যবসা চলবো অগ্রাহায়ণ মাস পর্যন্ত। 

 

স্থানীয় খারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান  ও দেওয়ানগঞ্জ বাজার কমিটির সভাপতি মো. রেজাউল করিম বলেন,দেওয়ানগঞ্জ একটি ঐতিহ্যবাহী বাজার।এই বাজারে প্রতিদিন বিকালে বসে পাটখড়ির হাট।স্বল্পকালীন পাটখড়ির এই ব্যবসা করে লাভবান হচ্ছেন বিক্রেতারা।আশপাশের মধ্যে একমাত্র পাটখড়ি বিক্রির হাট এটি।

আরও খবর