ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংক গৌরীপুর কর্তৃক উপজেলা কার্যালয়ের হলরুমে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ব্যবসার উন্নয়নের জন্য সহনাটি ইউনিয়নের পাছার গ্রাম উন্নয়ন সমিতির সদস্য পারুল রাণী দেবনাথকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও মৎসচাষের জন্য একই ইউনিয়নের বড়ইকাড়ি গ্রাম উন্নয়ন সমিতির সদস্য ফারজানা আক্তারকে সত্তর হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। প্রধাণ অতিথির বক্তব্যে ইউএনও বলেন পল্লী সঞ্চয় ব্যাংক মাইক্রো সেভিংস ধারণার সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নয়ন করে যাচ্ছে। তিনি ব্যাংক সংশ্লিষ্ট সকলকেই তাদের কাজের জন্য ধন্যবাদ দেয়ার পাশাপাশি আরও বেশি মনযোগী হওয়ার তাগিদ দেন।
৯ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ৪৭ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে