শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগে গোডাউন সহ ভস্মীভূত হয় পাশ্ববর্তী বাসার মালামাল। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়রা জানায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে গোডাউনের মালামাল ভস্মীভূত হয়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা ব্যাপক আকার ধারণ করলে পাশের বাসার ৪টি কক্ষে ছড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বাসার ৪টি কক্ষের সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন বাসিন্দারা।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না তদন্ত করে জানানো হবে।
৯ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ৪৭ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে