ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে ও অধিদপ্তর ময়মনসিংহের ব্যবস্থাপনায় কৃষক ও ভোক্তাগণের মধ্যকার দুরত্ব হ্রাস করে দুপক্ষের মধ্যে মেলবন্ধন তৈরী এবং জিএপি মনিটরিং এর মাধ্যমে উৎপাদিত বিষমুক্ত নিরাপদ স্বাস্থ্যসম্মত শাক-সবজি ময়মনসিংহ নগরবাসীর কাছে পৌঁছে দিতে ময়মনসিংহে প্রথমবারের মতো চালু হয়েছে কৃষকের বাজার । আপাতত সপ্তাহের শুক্র ও শনিবার কৃষকের বাজার চালু থাকবে। এখানে বিভিন্ন পেশাজীবীসহ সকল শ্রেনীর ভোক্তা মর্নিং ওয়ার্কের পাশাপাশি শাক সবজি, ফলমূলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবে।