নোয়াখালীর সুবর্ণচরে সারবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। বুধবার ( ৮ ফেব্রুয়ারী ) রাত ৯টার দিকে উপজেলার পাঙ্খার বাজারের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম চরবাগ্গা গ্রামের মো: সেলিমের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও একই এলাকার নুর আলমের ছেলে মো: ফরহাদ (১৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। শাহাদাত স্থানীয় পাঙ্খার বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। আর ফরহাদ সপ্তম শ্রেণীতে পড়তো।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে উপজেলার পাঙ্খার বাজার থেকে মোটরসাইকেলযোগে শাহাদাত ও ফরহাদ বাড়ি ফিরছিল। এসময় ছিদ্দিক মেম্বারের দোকানসংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হয়।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে শাহাদাতকে মৃত ঘোষণা করেন। ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
চরজব্বার থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন ও নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে