রোববার (১২ ফেব্রুয়ারী ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী জেলা ইউনিট কমান্ড, নোয়াখালী জেলা শাখার ৩য় তলায় নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার) উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর জেলা কমান্ডার মোজাম্মেল হক মিলন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সহ কমান্ডার(অর্থ) মোঃ আতিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর দফতর কমান্ডার জামাল উদ্দিন বাবুল সহ বীর মুক্তিযোদ্ধাগণ।
পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানিত ব্যক্তি। কোন মুক্তিযোদ্ধা আমার নিকট কোন সমস্যা নিয়ে আসলে সমাধানে সবাত্মক চেষ্টা করি। থানার ওসিদের নির্দেশ দেয়া আছে। আমাদের কর্মকান্ড স্মৃতি হিসেবে থাকবে, আগামী প্রজন্ম অনুসরণ করবে। পুলিশ লাইন্স নোয়াখালীতে বঙ্গবন্ধু ম্যুরাল "চেতনায় বঙ্গবন্ধু" ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা (মুক্তিযোদ্ধারা) উপস্থিত থাকবেন। বঙ্গবন্ধু ম্যুরাল আগামী মার্চ ২০২৩ খ্রীস্টাব্দের যেকোন দিন উদ্বোধন করার আগ্রহ প্রকাশ করেন।