রোববার ( ১২ ফেব্রুয়ারী ) বিকেলে নোয়াখালীর সদরে শহীদ ভুলু স্টেডিয়ামে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ ২০২২-২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ( নোয়াখালী-৪ ) একরামুল করিম চৌধুরী।
বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা পুলিশ সুপার ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: শহীদুল ইসলাম, পিপিএম (বার)।