আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগে মরহুম হাজী বাহার উল্লাহ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে তদূর্ধ্ব ৫০ ফুটবল টুর্নামেন্ট আজিজপুর একাদশ বনাম মহিদীপুর একাদশ খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী ) বিকেল ৩ ঘটিকায় সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে মরহুম হাজী বাহার উল্লাহ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে তদূর্ধ্ব ৫০ ফুটবল টুর্নামেন্ট আজিজপুর একাদশ বনাম মহিদীপুর একাদশ।
উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস মোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।
এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, ৪নং কাদরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান পলাশ, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ৬নং কাবিলপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি দুলু পাটোয়ারী , ৬নং কাবিলপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন ভূঁইয়া লিটন, আ'লীগ নেতা কামাল চৌধুরী প্রমুখ।
৬নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজান উদ্দিন চৌধুরীর সৌজন্যে ও মরহুম হাজী বাহার উল্লাহ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে উক্ত খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে আজিজপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত খেলা দেখার জন্য নারী পুরুষ কয়েক হাজার দর্শকের সমাগম হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের খেলোয়ারদের কে অতিথিগণ ট্রপি ও পুরষ্কার তুলে দেন।
উক্ত খেলায় গণমাধ্যমের সাংবাদিকগণের ব্রডকাস্টের মাধ্যমে ফুটবল খেলা আরো প্রানবন্ত হয়ে উঠে। উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে দর্শক ফুটবল খেলা উপভোগ করেছে।