বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের ভিপি শহিদুল, জিএস ইনামুল আদমদীঘিতে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা বগুড়ার জেলা প্রশাসকের আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ তদন্ত কমিটির বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কুবির মিডিয়া ল্যাবে সরঞ্জাম নেই, তবু পরিশোধ পুরো বিল ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি কুলিয়ারচর সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মোঃ রেহাছ উদ্দিন বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসব মোংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু

পটুয়াখালী গলাচিপায় সিনিয়রকে তুই বলায় জুনিয়রকে ছুরিকাঘাতে জখম করেছে সিনিয়ররা

 পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম করেছে সিনিয়ররা। গত বুধবার (১৪ জুন) কলেজের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। এ সময় গলাচিপা সরকারি কলেজের বিএম শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ফেরদৌস চৌকিদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 


এ ঘটনায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। দিনেদুপুরে কলেজ ক্যাম্পাসে পরীক্ষা শেষে বহিরাগতের আক্রমণে ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনায় কলেজে নিরাপত্তা হীনতা রয়েছে বলে জানান শিক্ষার্থীরা।


পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গলাচিপা সরকারি কলেজের বিএম শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ফেরদৌস চৌকিদার গত বুধবার বিকেলে কলেজের পরীক্ষায় অংশ নিতে আসার পথে কিছু সিনিয়র বহিরাগতদের সাথে ‘তুই’ সম্বোধন করা নিয়ে হাতাহাতি ও বাকবিতন্ডা হয়। পরে ফেরফৌস কলেজের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ক্যাম্পাসের বাইরে আগে থেকে ওৎ পেতে থাকা বহিরাগত কালু, মাহিন, ইমন, আসিফ,তামিম ও রাফিসহ ৬-৮ জন অতর্কিত তার উপর হামলা চালায়। এসময় তাদের মধ্যে একজন ফেরদৌসকে ছুরি দিয়ে পেটে পোজ দিয়ে মারাত্মক জখম করে। পরে কলেজ শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 


এ নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি। এসময় তিনি বহিরাগতের নিয়ন্ত্রণে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 


আহত ফেরদৌস জানায়, তুই বলা সম্বোধন নিয়ে হাতাহাতি ও বাকবিতন্ডার জেরেই পরীক্ষা শেষে কলেজ ক্যাম্পাসে তার উপর হামলা চালায় বহিরাগতরা।


গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠিয়ে ওই শিক্ষার্থীকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ধরনের ঘটনা মারাত্মক যে কোন সময় বড় ধরনের ঘটনা ও প্রাণহানির আশংকা থেকেই যায়। 


তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাস সিসি টিভি ক্যামেরার আওতাভুক্ত কিন্তু সীমানা প্রাচীর না থাকায় বিভিন্ন সময় বহিরাগতদের আনাগোনায় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হয়। যার কারণে শিক্ষার্থী ও শিক্ষকরাও সবসময় আতংকে থাকে। এ বিষয়ে তিনি কলেজের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। 


এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

আরও খবর






পটুয়াখালীর গলাচিপায় অজ্ঞাত লাশ উদ্ধার

৭২ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে