একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম'র জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সুবিদখালী হাইস্কুলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সাংবাদিক মেহেদী হাসান মুবিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন প্রমুখ।
এসময় সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে সরকারের কাছে অবিলম্বে সাংবাদিক নাদিম ও সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার জোর দাবি জানান।
৪ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৯ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫০ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬৪ দিন ৫০ মিনিট আগে
৭২ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭৪ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে