জামালপুরের বকশীগঞ্জের প্রতীত যশা সৎ নির্ভীক সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রেসক্লাব গলাচিপা ও সকল গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সম্মুখে শনিবার বেলা ১১টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রেসক্লাব সভাপতি ও জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সংকর লাল দাস, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান, সমকাল পত্রিকার সাংবাদিক কাওছার আহমেদ, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক সাইমুন রহমান এলিট,গণমাধ্যম কর্মী রিপন বিশ্বাস, মোঃ হাফিজ, মাজহারুল ইসলাম মলি, মিঠুন পাল,শিশির হাওলাদার, ফরহাদ হোসেন বাবু,মো: ফিরোজ মাহমুদ সহ বিভিন্ন গন মাধ্যম কর্মীরা।এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা, সুধি সমাজ, এই মানববন্ধনে অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব সভাপতি বলেন গত ১৪ জুন রাতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলায় হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় ১৬ জুন মারা যান। এই হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের মূল হোতা সহ সকলকে অতিবিলম্ভে আইনের আওতায় এনে সকল অপরাধীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।
৪ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৯ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫০ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬৪ দিন ৩৭ মিনিট আগে
৭২ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৭৪ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে