পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মমিন (৬) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বাধঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মমিন উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের উত্তর কাকড়াবুনিয়া গ্রামের নিজাম ফকিরের ছেলে। সে কাকড়াবুনিয়া নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মমিন রাস্তা পার হচ্ছিল। এ সময় দক্ষিণ দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৪১ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৫১ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৫ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৭৪ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৭৬ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে