পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৬) আগস্ট সকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের পশ্চিম গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের মোঃ শাহ আলম (৬০) মোঃ শামীম (২৬) ও শারমিন আক্তার (২৩)। এরা বর্তমানে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। একই বাড়ির মৃত খলিফ হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ও তপেজ হাওলাদারের দুই ছেলে সেন্টু হাওলাদার ও মন্টু হাওলাদার এই হামলা করেছেন বলে জানান ভুক্তভোগীরা।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ শাহ আলম জানান, দীর্ঘ তিন বছর যাবৎ একই বাড়ির সেলিম ও তপেজ হাওলাদারের সাথে তার (বৃদ্ধের) ২৪০ শতক রেকর্ডীয় সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ মীমাংসাও হয়েছে। সালিশ মীমাংসার মাধ্যমে তারা জমির দখলে যাওয়ার অনুমতি পায়। ঘটনার আগের দিন তারা (প্রতিপক্ষ) আবার জোরপূর্বক ওই জমি চাষ করতে গেলে তারা বাধা দিলে সেখান থেকে চলে যায়। ওইদিন সন্ধ্যার পরে পার্শ্ববর্তী কুমরাখালী বাজারে থেকে বাড়ি ফেরার পথে তার ছেলে শামীমকে তারা (প্রতিপক্ষ) মারধর করে। পরে তারা রাত বারোটায় অভিযোগ দিতে থানায় গেলে কর্তব্যরত পুলিশ পরদিন শনিবার সকালে পুলিশ পাঠাবে বলে তাদেরকে পাঠিয়ে দেয়। সকালে নিকট আত্মীয় শারমিন মুখ ধোয়ার জন্য বাড়ির টিউবওয়েলে গেলে সেলিম হাওলাদার এসে থানায় গেছিলি কেন বলে রড দিয়ে অতর্কিত পিটিয়ে আহত করে। এসময় তার ডাক-চিৎকার শুনে ওই বৃদ্ধ ও তার ছেলে শামীম ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের সেলিম, সেন্টু ও মন্টুর হাতে থাকা রড দিয়ে তাদেরকে এলোপাথারি পিটিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এবিষয় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে থানার একজন উপরিদর্শক পাঠানো হয়েছিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৫ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৪১ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫১ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৫ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭৪ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৭৬ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে