মালয়েশিয়ায় বুলডোজার-মোটরসাইকেল সংঘর্ষে নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।নিহত ওই যুবকের নাম মাহাবুব আলম (২৫)। সে মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আবদুল কাদের হাওলাদারের ছেলে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় মালয়েশিয়ার জহুর বারু জেলার স্টেট কুলাই নামক স্থানে ওই দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
নিহতের পরিবার ও সহকর্মী সুত্রে জানা যায়, মাহাবুব আলম ২০১৫ সালে কর্মের তাগিদে মালয়েশিয়া যায়। সে গত ৫ মাস আগে ছুটিতে দেশের বাড়ীতে এসে কিছুদিন পর বিয়ে করেন। পরে ছুটি শেষে আবার মালয়েশিয়া চলে যায়। দুর্ঘটনার সময় তিনি নিজ কর্মস্থলে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় পিছন দিকে আসা একটি বুলডোজারের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান
তার মৃত্যুতে দেশের বাড়ী মির্জাগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছে।
৫ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৪১ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৫১ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৫ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৭৪ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৭৬ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে