"নলছিটি পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ" কুবি'র 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শ্রীমঙ্গলে 'কিডস ইংলিশ জোন' এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তজুমদ্দিনে ফিলিস্তিনের পক্ষে গণজোয়ার। জয়পুরহাটে মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও বেল্ট বিতরণ ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাখো ভক্তের মিলনের মধ্যে দিয়ে শেষ ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব

লাখো ভক্তের মিলনের মধ্যে দিয়ে শেষ হলো  রাজশাহী জেলায় গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ক্ষেতুরীগ্রামে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়িতে বৈষ্ণব ধর্মের শিরোমণী, প্রেমভক্তি মহারাজ ও অহিংসার প্রতীক ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব। আজ শনিবার (১৫ অক্টোবর) প্রথম প্রহরে দধিমঙ্গল দ্বি-প্রহরে ভোগ আরতি ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব।

দুই বছর করোনার কারনে ভক্তকুল প্রেমতলী ক্ষেতুরীগ্রামে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়িতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব আসতে না পারার বেদনা ভুলে গেছে এবার তিরোভাব তিথি মহোৎসব আসতে পেরে। ভক্তরা এবার প্রাণ খুলে তাদের বৈষ্ণব ধর্মের শিরোমণী, প্রেমভক্তি মহারাজ ও অহিংসার প্রতীক ঠাকুর নরোত্তম দাসের আরাধনা করতে পেরেছে।

দেশ বিদেশের লাখো ভক্ত এসে উপস্থিত হতে পারায় লাখো ভক্তের মিলন মেলায় পরিনত হয় এ মহোৎসব। এ মহোৎসবকে ঘিরে প্রেমতলী ক্ষেতুরী গ্রামে বসে ছিল ক্ষেতুরীমেলা। মেলাই কোন কিছুর কমতি ছিল না। মেলাকে ঘিরে মিষ্টির দোকান, খাবারের হোটেল, মনহারির দোকান, গার্মেন্সের দোকান, খেলনার দোকান, বিভিন্ন ধরনের লোহার দোকান, কাঠের দোকান, সিদুর-কাঠের মালার দোকানসহ হরেক রকমের দোকান পাট। এছাড়াও ছিল নাগোর দোলা। সব মিলিয়ে মেলা ছিল ভক্তকুলের আনান্দের এক মহাযোগ্য।

তিরোভাব তিথি মহোৎবে গিয়ে কথা হয় দিনাজপুর জেলার বিরহামপুর এলাকার ভক্ত রতন মহুন্তের সঙ্গে। তিনি বলেন, মহাপ্রভুকে প্রনাম করতে এখানে এসেছি। কথা হয় আরেক ভক্ত রাজশাহীর ভেড়িপাড়ার দিলিপ কুমার রামের সাথে। তিনি বলেন,  মহা প্রভুকে প্রনাম ও ভোগের জন্য এখানে এসেছি।

ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়ি থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দুরে পদ্মা নদীর তীরে অবস্থীত তমালতলী। সেখানে ভক্তরা ছুটে যান পদ্মা নদীতে শ্যান করে  তমালতলী দর্শনের জন্য। তা ছাড়াও ছুটে যান ভোজনতলী, খিলতলী ও আমতলী মহাপ্রভু ঠাকুর নরোত্তম দাসের আরাধনা করার জন্য। তবে এবার মহোৎসবকে ঘিরে কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। 

এবারের উৎসবকে ঘিরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহোৎসব ও উৎসবকে ঘিরে মেলা- এসব নির্বিঘ্নে করতে মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত ও ট্রাস্ট বোর্ডের কয়েকশ’ নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী। বিভিন্ন রাস্থায় পুলশি বাহিনির ছিলো কড়া নিরাপত্তা। গৌরাঙ্গবাড়ির ভিতরে ছিলো গোদাগাড়ী মডেল থানার কনট্রোল রুম। গোদাগাড়ী থানা পুলিশ, জেলা পুলিশের ৫০০ জন সদস্য, ৩০ জন আনসার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক ও দুই শতাধিক স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করছেন। ১৬টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থেকেছে ৩০ বিঘা জমির ওপর অনুষ্ঠিত এ মহোৎসব। আসা ভক্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী নিয়োগ করে স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত ছিল। 

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অধিবাসের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শুরু হয়। শুক্রবার (১৪ অক্টোবর) অরুণোদয় থেকে অষ্টপ্রহরব্যাপী তারক গ্রক্ষ্মনাম সংকীর্ত্তন, আজ শনিবার (১৫ অক্টোবর) প্রথম প্রহরে দধিমঙ্গল দ্বি-প্রহরে ভোগ আরতি ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব।

সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। লাখ লাখ নারী-পুরুষ ভক্তের জন্য প্রয়োজনীয় প্রসাদ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করা ছিল। যাতায়াত নির্বিঘ্ন করতে প্রেমতলী বাজার থেকে খেতুরিধাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সংযোগ সড়কটিতে আলোকসজ্জার ব্যবস্থা করা ছিল। 


আরও খবর


বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা

৮ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে