জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন আর নেই। সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি ঢাকায় আকস্মিকভাবে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎকরা তাকে মৃত ঘোষনা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য আত্নিয়স্বজন রেখে গেছেন। মৃত্য খবর আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে মরহুমের ছবি দিয়ে মৃত্য খবর জানানো হয়। মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বাসিন্দা। তিনি দুইবার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন একাধিকবার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে ‘গোল্ড মেডেল’পেয়েছেন এবং ২০১৬ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আকমল হোসেন এর ভাতিজা শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সভাপতি জুয়েল আহমদ মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি ঢাকায় আকস্মিকভাবে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। মরহুমের লাশ বাড়ীতে নিয়ে আসা হচ্ছে। উনার ছেলেরা প্রবাসে থাকেন তারা বাড়ীতে আসার পর জানাযার নামাজের সময় জানানো হবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে যোগদানের জন্য গত বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন ঢাকায় গিয়েছিলেন। তিনি অন্য নেতৃবৃন্দের সাথে ঢাকায় অবস্থান করছিলেন।
৪ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩০ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৩ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৫ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
৩৬ দিন ৫৩ মিনিট আগে