◾ নিউজ ডেস্ক


২০২২-২৩ অর্থবছরে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক এবং বর্গাচাষিদের এককভাবে জামানতবিহীন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। এ অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক। এজন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালু করা হয়েছে। এ তহবিল থেকে কীভাবে ঋণ পাওয়া যাবে তার শর্তসহ একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ।


সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি খাতকে এগিয়ে নিতে গম ও ভুট্টা চাষে এই স্কিম চালু করা হয়েছে। বর্তমান সংকট বিবেচনায় রেখে সরাসরি কৃষকের মাঝে ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো। বিতরণকৃত ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ০.৫০ শতাংশ সুদ পরিশোধ করতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ আদায় করা যাবে। চলতি বছরের ডিসেম্বর থেকে ৩ বছরের এই স্কিমের মেয়াদ শুরু হবে।


প্রজ্ঞাপনে বলা হয়, স্কিমের নাম হবে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিকল্পে বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম। এর আওতায় তহবিলের পরিমাণ এক হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এ তহবিল সরবরাহ করা হবে। স্কিমের মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। প্রয়োজনে স্কিমের মেয়াদ বৃদ্ধি করা যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024