যশোরের কেশবপুরে নাগরিক সমাজের কমিটি পুনর্গঠিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড এর অফিসে ওই সভা অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজের সভাপতি আইনজীবী আবু বক্কর সিদ্দিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।


এসময় বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, খেলাঘর আসরের কেশবপুর উপজেলা সভাপতি আবদুল মজিদ বড়ভাই, পাঁজিয়া ডিগ্রি কলেজের শিক্ষক অধ্যাপক অনুকূল চন্দ্ৰ মণ্ডল, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মণ্ডল, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, কৃষক লীগ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সিপিবি উপজেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, কেশবপুর প্রেসক্লাবের সদস্য দিলীপ মোদক, পরেশ দেবনাথ ও সুশান্ত কুমার মল্লিক। সভায় সকলের মতামতের ভিত্তিতে আবু বক্কর সিদ্দিকীকে সভাপতি ও স্বপন মণ্ডলকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট কেশবপুরের নাগরিক সমাজের কমিটি গঠিত হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024