|
Date: 2023-04-09 09:30:37 |
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৯ এপ্রিল ) সকালে কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের সভাপতিত্বে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমের জীবন ও কর্ম সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও এ কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মোঃ আব্দুল গফ্ফার হাওলাদার এবং মরহুমের জামাতা উদ্ভিদবিদ্যা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ও সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার মোস্তাফিজুর রহমান।
এছাড়াও স্মরণসভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক এমদাদুল হক, সহকারী অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ, সহকারী অধ্যাপক শাহজাহান হাওলাদার, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ, প্রভাষক নেছার উদ্দিন, প্রভাষক আবুল কালাম ফকির, প্রভাষক জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক গোবিন্দ মল্লিক, প্রভাষক বখতিয়ার হোসেন ও প্রধা করনিক মোঃ হেমায়েত হোসেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় মরহুম আবুল খালেক তালুকদারের পশ্চাদপদ এ জনপদে স্বাধীনতা পূর্ব সময়ে মাত্র ৩২ বছর বয়সে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ সহ এতে ওই পরিবারের আর্থিক অনুদান প্রদান এবং মরহুমের আমৃত্যু কলেজের সার্বিক কল্যানে যাবতীয় কর্মকান্ড তুলে ধরে তার চরিত্রের বহু অনুসরণীয় দিক আলোকপাত করেন বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জহিরুল ইসলাম।
আলোচনা শেষে মরহুম আব্দুল খালেক তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত ও তার পরিবারের সুখ-শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের পূর্বে কলেজে অবস্থিত প্রয়াত আলহাজ্ব আব্দুল খালেক তালুকদারের কবর জিয়ারত করা হয়।
© Deshchitro 2024