দারুল ক্বিরআত প্রশিক্ষণ কোর্স কেন্দ্র শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল শাখা পরিদর্শন করেছেন আল-খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরুণা মাদরাসার সদরুল মুদাররিসিন মাওলানা রশীদ আহমদ হামিদী ও আল-খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান মক্কী।

রবিবার ১৭ রমজান বেলা ১২টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল শাখা পরিদর্শন শেষে 'পরিদর্শন রিপোর্ট' খাতায় মন্তব্য লিখে দেন আল-খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরুণা মাদরাসার সদরুল মুদাররিসিন মাওলানা রশীদ আহমদ হামিদী।

এসময় উপস্থিত ছিলেন-ক্বিরআত প্রশিক্ষণ কেন্দ্র শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল শাখার কেন্দ্র প্রধান ও স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, ক্বিরআত প্রশিক্ষ কেন্দ্রের শিক্ষক ক্বারী মাওলানা আছগর হোসাইন, আবিদুর রহমান হাসান, আসআদ আল হাবিব, আব্দুর রাজ্জাক, ইফতেকার আহমদ।

পরিদর্শকদ্বয় কেন্দ্রের প্রতিটি শ্রেণি কক্ষে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের পড়ালেখার মান যাচাই করে রির্পোর্ট ফরমে 'প্রশংসনীয়' মন্তব্য লিখেন, আলহামদুলিল্লাহ।

প্রসঙ্গত, আল-খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল শাখায় ক্বিরআত প্রশিক্ষণ কেন্দ্রে জামাতে আওয়াল থেকে খামিস পর্যন্ত কেন্দ্র অব্যাহতভাবে চলে আসছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024