সদ্য ঘোষিত ফেনী জেলা ছাত্রলীগ কমিটি নতুন চমক দেখিয়েছে ইশরাত চৌধুরী দোলাকে ঘোষিত কমিটিতে ১নং সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। ফেনীতে এই প্রথম কোন ছাত্রীকে সাংগঠনিক সম্পাদক পদ দিয়ে জেলা ছাত্রলীগ নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। 


ফেনী সরকারী কলেজ ছাত্র সংসদ'র সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ইশরাত চৌধুরী দোলা বিবিএ শেষ বর্ষের ছাত্রী। স্কুল জীবন থেকে দোলা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। ফেনী সরকারী কলেজে ছাত্রীদের জন্য ইবাদতখানা তৈরী করে দোলা শিক্ষার্থীদের মন কাড়েন। কলেজ প্রতিষ্ঠার পর দোলার উদ্যোগেই প্রথম ফেনী সরকারী কলেজে মুসলিম ছাত্রীদের ইবাদতখানা তৈরী হয়। 


ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোলা বলেন, তিনি আমার রাজনৈতিক অবিভাবক। 


জেলা ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে সভাপতি ও সাধারন সম্পাদকের পরামর্শে কাজ করে যাবো ইনশাল্লাহ৷

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024