|
Date: 2022-08-26 14:31:44 |
আশাশুনিতে শতাধিক বছরের পৈত্রিক ও বর্তমান জরিপে রেকর্ডীয় ভোগ দখলীয় জমি জবর দখল ও ভূমির আকৃতি প্রকৃতি নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও কোন প্রতিকার এখনো পাওয়া যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের মৃত তফিল উদ্দীন মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা রজব আলি মোল্যা ফকরাবাদ মৌজায় এসএ ৪০৫, ৪০৩ ও ৩৮২ নং খতিয়ানে যথাক্রমে ৩৯১, ৯২৫, ৯২৮, ৯৩০ এবং ৯২৩, ৯২৪ ও ৯৩২ দাগে ২৯ একর জমি পৈত্রিক সম্পত্তি হিসাবে বংশ পরম্পরায় ভোগ দখল করে আসছেন। বর্তমান জরিপে তার নিজের নামে ২৭.২৫ একর জমি রেকর্ডভুক্ত হয়েছে। জমিতে ধান চাষ হয়ে থাকে। যেখানে ১৩ জন প্রজাকে রেজিষ্ট্রী করে জমি দখল বুঝে দেওয়ার পর তারা সেখানে ঘর বেধে ও অন্যান্য অবকাঠামো নির্মানসহ বসবাস ও চাষাবাদ করে আসছেন। প্রতিপক্ষ দীর্ঘদিন যাবৎ উক্ত জমিতে জবর দখল ও বিভিন্ন ভাবে ক্ষতিসাধনের চেষ্টা করে আসছেন। এনিয়ে মহামান্য হাইকোর্টে ১৩৫৮২/১৫ রিট পিটিশান দাখিল করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে উভয় পক্ষকে স্থিতিশীলাবস্থা বজায় রাখতে আদেশ দেন। রিটটি চলমান রয়েছে। এছাড়া সিনিঃ জজ আদালতে ৯৬/১৩ নং মামলা রুজু হলে খারিজ করা হয়। তা স্বত্তেও প্রতিপক্ষ বারবার জবর দখল চেষ্টা ও ক্ষয়ক্ষতি করতে বারবার তৎপর রয়েছে। সবশেষ গত ১৭ আগষ্ট সকাল ৮.৩০ টার দিকে তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল ওহাব মোল্যার ছেলে শাহিন মোল্যা, মৃত নওয়াব আলি মোল্যার ছেলে ইব্রাহিম খলিল ও আঃ সাত্তার মোল্যার ছেলে জাকির হোসেন অজ্ঞাতনামা ১০/১৫ জনকে সাথে নিয়ে বেআইনি দলবদ্ধ হয়ে রাম দা, লাঠি, লোহার শাবল, লোহার রড, দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জমি জবর দখল করেন এবং ভূমির আকৃতি প্রকৃতি নষ্ট করে ক্ষতিসাধন করেছেন। এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা বাদী হয়ে থানায় ১৮ আগষ্ট লিখিত অভিযোগ দাখিল করেছেন। আদালতের নির্দেশ অমান্য ও বেআইনী জনতাবদ্ধ হয়ে জবর দখল ও জমির আকৃতি বিনষ্ট কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
© Deshchitro 2024