|
Date: 2023-04-10 19:16:29 |
চট্টগ্রাম বন্দর দিয়ে ভারত থেকে সোডা অ্যাশের ঘোষণায় শাড়ি-লেহেঙ্গা আমদানি করে ১ কোটি ৪১ লক্ষ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।
সোমবার (১০ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর (অডিট, ইনভেস্টিগেশন ও রিসার্চ) শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ফেনী সদরের সওদাগর পট্টি এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান আজিজ এন্টারপ্রাইজ ভারত থেকে বন্ড সুবিধার আওতায় এক কনটেইনার সোডা অ্যাশ আমদানি করে। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে চট্টগ্রাম বন্দর এনসিটিইয়ার্ডে
সিসিএলইউ৭০৯৩০৩৩ নম্বরের ৪০ ফুট দৈর্ঘের কন্টেনারটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এসময় সোডা অ্যাশের পরিবর্তে ১২,৫৫০ পিস বেনারসি ভারতীয় শাড়ি, ১,১৩৯ পিস জর্জেট শাড়ি, ৪০৩ পিস লেহেঙ্গা পাওয়া যায়। ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার আনুমানিক রাজস্বের পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ টাকা প্রায়। কাস্টম হাউসের এআইআর শাখার তড়িৎ প্রচেষ্টায় চালানটিতে মিথ্যা ঘোষণার মাধ্যমে প্রায় ১ কোটি ৪১ লক্ষ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা রোধ করা সম্ভব হয়েছে।
ঈদকে সামনে রেখে সোডা অ্যাশের পরিবর্তে মিথ্যা ঘোষণায় উচ্চ মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আমদানি করায় বিপুল বৈদেশিক মুদ্রা মানিলন্ডারিং করায় আমদানিকরক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাস্টমস এক্ট, ১৯৬৯ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা।
© Deshchitro 2024