আসছে আবহাওয়ার নবনির্মাণ, 

আলো ধরে হাত দিয়ে স্বাগত জানান। 

সূর্য পুণ্য ফেরাচ্ছে তার আলোকিত আঁধার, 

সঙ্গে নিয়ে আসছে মধুর সুরের ঝাঁঝর। 

বৈশাখে আসছে আমাদের শহরে, 

ধনুস্ত্রণ পাখি আর উড়ান ভরে। 

শুধু শহরটাই নয়, প্রকৃতি আছে নানান রূপে, 

মানুষ, সমাজ আর পৃথিবী একত্রে দেখাচ্ছে সৌন্দর্য অনুভূতির সঙ্গে। 

বৈশাখ মাসে সূর্য উঠবে নবীন আকাশে, 

আলোকিত হবে সমস্ত ভূমি পৃথিবীর পাশে। 

আসুক নতুন প্রাণ নিয়ে সবার হৃদয়ে, 

বৈশাখে আনন্দ আর উল্লাসে। 



ফজিলা খাতুন 

ফ্রিল্যান্সার। 

তারাগঞ্জ, রংপুর। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024