ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভাটি অঞ্চল নামে খ্যাত গোয়ালনগর ইউনিয়নের রামপুর ও নোয়াগাওয়ে ভুট্টার বাম্পার ফলন হয়েছে।ভুট্টা চাষ করে সফল হয়েছে কৃষক আমীরুল।প্রতি বিঘা জমিতে প্রায় ৩০ মন ফলন হয়েছে।বর্তমান বাজারে প্রতিমন (৪০ কেজি) ভুট্টা ১২ থেকে ১৪ শ টাকা ধরে বিক্রি হচ্ছে  এলাকার  স্থানীয় কৃষকদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।


রামপুর গ্রামের কৃষক আমিরুল হক একশ বিঘা জমিতে, নোয়াগাওয়ের ভজন দাস পচিশ বিঘা, বল্টু মেম্ভার ৫ বিঘা, দুলাল মিয়া পাঁচ বিঘা জমিতে ভুট্টার চাষ করে। তারা জানায় আগে তারা এ জমিগুলোতে বাদাম আর ধান চাষ করতেন। তখন তারা তেমন লাভবান হতেন না। প্রতিবিঘা জমির ফসল বিক্রি করে বছরে চার পাঁচ হাজার টাকা লাভবান হতেন। এবার ভুট্টা বিক্রি করে বিঘা প্রতি বিশ পচিশ হাজার টাকা লাভবান হবেন বলে ধারণা করছেন তারা।

কৃষক আমিরুল হক জানায়, তিনি গত বছর মহামান্য রাষ্ট্রপতির এলাকা অষ্টগ্রামে বেড়াতে যান। সেখানে গিয়ে ভুট্টার বাম্পার ফলন দেখে ভুট্টাচাষের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। তখন তিনি ওই এলাকার একজন ভুট্টাচাষীকে খোঁজে বের করে তার কাছ থেকে ভুট্টার চাষ পদ্বতি সম্পর্কে জেনে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করে তাদের কাছ থেকে জেনে এবার একশ বিঘা জমিতে ভুট্টাচাষ করেন। কৃষক আমিরুল জানান তার একশ বিঘা জমি চাষ করতে এ পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন বলেন, ভুট্টা একটি লাভজনক ফসল। ওই এলাকার মাঠি ভুট্টাচাষের উপযোগী। এ বছর এই এলাকায় প্রায় দুইশ বিঘা জমিতে ভুট্রার চাষ হয়েছে। আশা করি আগামী বছর ওই এলাকার এক বিঘা জমিও খালি থাকবে না।সব জমিতেই ভুট্টার চাষ হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন শুধ ধান চাষের মধ্যে সীমাবদ্ধতা না থেকে বিভিন্ন মৌসুমী ফসলে কৃষক লাভবান হচ্ছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024