◾মাওলানা ইসমাইল নাজিম


সাহু সিজদা অর্থ ভুলের সিজদা। নামাজে ভুলে কোনো ওয়াজিব বাদ গেলে যে সিজদাটি দিতে হয়, তা-ই সাহু সিজদা। সাহু সিজদার পদ্ধতি হলো—শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে ডান দিকে এক সালাম ফেরাবে। এরপর তাকবির বলে নামাজের মতো দুটি সিজদা করে বসবে এবং তাশাহহুদ, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবে। সালাম না ফিরিয়ে সিজদা করলেও নামাজ হয়ে যাবে। তবে তা মাকরুহে তানজিহি।


নামাজের কোনো ওয়াজিব কাজ ভুলে ছুটে গেলে, সাহু সিজদা দেওয়া ওয়াজিব। যেমন—ফরজের প্রথম দুই রাকাত বা যেকোনো এক রাকাতে সুরায়ে ফাতিহা পড়তে ভুলে গেলে অথবা কোনো সুন্নত, নফল ও বিতরের যেকোনো রাকাতে ভুলে সুরা ফাতিহা না পড়লে, সাহু সিজদা ওয়াজিব হয়। তেমনিভাবে ফরজের প্রথম দুই রাকাতে কিরাত পড়া ভুলে গেলে, শেষ দুই রাকাতে তা পড়ে নেবে। তবে সাহু সিজদা দেবে—নামাজের তারতিব বা ধারাবাহিকতা লঙ্ঘনের কারণে। ফরজের দুই রাকাত বা এক রাকাতে কিরাত মেলাতে ভুলে গেলে সাহু সিজদা দিতে হবে।


কেউ যদি এক সিজদা করে পরের রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তখন রাকাতটি দুই সিজদা দিয়ে সম্পন্ন করে ছুটে যাওয়া সিজদাও এর সঙ্গে মিলিয়ে নেবে এবং শেষে সাহু সিজদা করবে, এতে করে নামাজ হয়ে যাবে। যদি তিন বা চার রাকাতবিশিষ্ট নামাজে প্রথম বৈঠক করতে ভুলে যায়, তা ফরজ হোক বা নফল নামাজ, সাহু সিজদা দিতে হবে। প্রথম বৈঠকে তাশাহহুদের সঙ্গে দরুদ ইত্যাদি পড়ে ফেলে, তাহলে সাহু সিজদা দিতে হবে। তাশাহহুদ পড়তে ভুলে গেলে, সাহু সিজদা দিতে হবে। বিতর নামাজের তৃতীয় রাকাতে রুকুর আগে কুনুত পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হবে। 


সূত্র: বিবিধ হাদিস ও ফতোয়াগ্রন্থ

লেখক: ইসলামবিষয়ক গবেষক

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024